Nabadhara
ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোর জেলা পরিষদের বাজেট ঘোষণা ১৪ কোটি ৯৬ লাখ টাকা

যশোর প্রতিনিধি
জুন ১৫, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৪ কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান।

 

এ সময় জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক মো. রফিকুল হাসান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহীন, প্রেসক্লায যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ আট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন জাতীয়, স্থানীয় পত্রিকা, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

বাজেট ঘোষণায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান বলেন, ২০২৫-২৬ অর্থবছরে যশোর জেলা পরিষদের আয় ধরা হয়েছে ১৮ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে রাজস্ব খাত থেকে আয় হবে ১০ কোটি ৬৬ লাখ টাকা। বাকি ৮ কোটি টাকা সরকারের কাছ থেকে অনুদান হিসেবে পাওয়া যাবে বলে আশা করা হয়েছে।

 

উল্লেখ্য, এবারই প্রথম প্রকাশ্যে সাংবাদিকদের উপস্থিতিতে যশোর জেলা পরিষদের বাজেট ঘোষণা করা হলো। এর আগে কখনো এভাবে যশোর জেলা পরিষদের বাজেট ঘোষণা করা হয়নি।

 

বাজেট ঘোষণায় জেলা পরিষদের চলতি অর্থবছরের আয় ও ব্যয়ের বিস্তারিত হিসাব তুলে ধরা হয়। এই হিসাব ওয়েবসাইটেও দেয়া হবে বলে জানান প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যশোর জেলা পরিষদকে স্বনির্ভর করে গড়ে তোলা হচ্ছে। ভবিষ্যতে যাতে উন্নয়ন খাতের টাকা ছাড়াই জেলা পরিষদ তার নিয়মিত কাজ করতে পারে সে ব্যাপারে জোর দেওয়া হচ্ছে।

 

প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, জেলার বিভিন্ন স্থানে বেদখল হয়ে থাকা জেলা পরিষদের জমি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এছাড়া দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে জেলা পরিষদের জমি, পুকুর, মার্কেট থেকে আয় কম হচ্ছে। এখান থেকে আয় বাড়ানোর জন্য এগুলোর ব্যবস্থাপনা আধুনিক করার চেষ্টা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।