Nabadhara
ঢাকারবিবার , ২০ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর উপহার, কচুয়ায় জমি ও ঘর পেলেন আরও ১৭ ভুমিহীন-গৃহহীন পরিবার

MEHADI HASAN
জুন ২০, ২০২১ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ

মুজিববর্ষে বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন আরও ১৭ জন ভুমিহীন-গৃহহীন অসহায় পরিবার। আজ ২০জুন রবিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধনের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সব অসহায় পরিবারের মঝে ঘরের চাবী ও জমির দলিল হস্তান্তর করা হয়। কচুয়া উপজেলার ২য় পর্যায়ের ১৭টি ঘরের মধ্যে বাধাল ইউনিয়নের রঘুদত্তকাঠি মৌজায়- ৯টি, রাড়িপাড়া ইউনিয়নের শিবপুর মৌজায়-৫টি ও কচুয়া ইউনিয়নের টেংরাখালী গ্রামে ২টি ঘর ও গিমটাকাঠী গ্রামে ১টি ঘর নির্মানের কাজ শেষে হস্তান্তর করা হয়।।এর আগে এই প্রকল্পের মাধ্যমে গত ২৩ জানুয়ারী উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপজেলার আরও ৩৬ ভুমিহীন- গৃহহীন পরিবারকে ঘরের চাবী ও দলীল হস্তান্তর করা হয়েছিল। এ নিয়ে উপজেলায় ৫৩ জন ভুমিহীন- গৃহহীন অসহায় পরিবার পেল প্রধান মন্ত্রীর উপহারের এই পাকা ঘর।
শুক্রবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধনের পর এ ১৭ অসহায় পরিবারের মঝে ঘরের চাবী ও জমির দলিল হস্তান্তরের পর এ এসব তথ্য জানান নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রপ্ত প্যানেল চেয়ারম্যান নাজমা সরোয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ফিরোজ আহম্মেদ, কচুয়া অফিসার্স ইন চার্জ মো: মনিরুল ইসলাম, উপজেলা মুক্থিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলহাজ্জ শিকদার হাবিবুর রহমান,উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুমার কুন্ড ও কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল জানান, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহোর হিসেবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে প্রাপ্ত অর্থ থেকে এসব ভুমিহীন- গৃহহীন অসহায় পরিবারকে ঘর করে দেওয়া হলো। প্রতিটি ঘরের জন্য ১ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়েছিল। প্রতিটি ঘরে রয়েছে ২টি রুম ১টি রান্নাঘর, ১টি টয়রেট ও বারান্দ। উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন প্রধান মন্ত্রীর ঘোষনা দেশে কোন ভুমিহীন-গৃহহীন পরিবার থাকবে না। পর্যায়ক্রমে উপজেলার সকল অসহায় ভুমিহীন–- গৃহহীন মানুষকে এই ঘর দেওয়া হবে।দীর্ঘদিন ধরে এসব পরিবার জমি ও ঘর বাড়ির অভাবে পরিবার পরিজন নিয়ে চরম মানবেতর জীবন যাপন করতো। এখন তারা নতুন ঘর ও জমি পেয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুমার কুন্ড ও কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, সমাজসেবা কর্মকর্তা মো: হাসিবুর রহমান,প্রেসক্লাব সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরম কচুয়া উপজেলা শাখার আহবায়ক মীর আওসাফুর রহমান মারূফ, সদস্য সচিব সুর্য চক্রবর্তী সহ কচুয়া প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরম কচুয়া উপজেলা শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।