বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
আসন্ন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী কাজী ফখরুলের মনোনয়নপত্রটি বাতিল হয়েছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিনে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে ঋণ খেলাপী এবং তথ্য গোপনের অভিযোগে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ফইজুল মোল্লা গত ৩ তারিখে কাজী ফখরুলের মনোনয়নপত্র বাতিল করেছিলেন।
নির্বাচনের নিয়ম অনুসারে আপিলের সুযোগ থাকায় কাজী ফখরুল মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেন। আজ সেই আপিলটির নিষ্পত্তি করতে পারেন গোপালগঞ্জের জেলা প্রশাসক। অথবা কবে নিষ্পত্তি হবে সেই তারিখ নির্ধারণ করতে পারেন।
উল্লেখ্য, ৫ নং ওয়ার্ডে দুইজন কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তার মধ্যে একজন হলেন বর্তমান কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সভাপতি নুরুল ইসলাম ও কাজী ফখরুল। আপিলে কাজী ফখরুলের মনোনয়নপত্র বাতিল হলে নুরুল ইসলাম হবেন বিনা প্রতিদ্বন্দিতায় ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর।
এদিকে আপিলে কি সিদ্ধান্ত হয় এটি নিয়ে ৫ নং ওয়ার্ডের ভোটারদের মধ্যে তুমুল আগ্রহ রয়েছে।