মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে ১০০’পিস ইয়াবাসহ মাদক কারবারি আলিম শিকদার (৩০)কে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার রাত ৮টায় উপজেলার বড়ঘাট বাজার থেকে তাকে আটক করা হয়। মাদক করাবারি আলিম শিকদার এ উপজেলার ভান্ডারখোলা গ্রামের নোমান শিকদারের ছেলে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মোল্লাহাট থানায় মামলা রুজু হয়েছে।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজি মোঃ গোলাম কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোঃ রাশেদুল হাসানের নেতৃত্বে এএসআই শাহীন হোসেন, এএসআই আরিফ হোসেন ও এএসআই লিয়াকত হোসেন তাঁকে আটক করেন।
পরে তাঁর বিরুদ্ধে মোল্লাহাট থানায় মামলা রুজু হয়। (আজ) মঙ্গলবার সকালে মাদক কারবারি আলিম শিকদারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।