যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ
ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে বিভিন্ন বনজ, ফলজ, ঔষুধি ও ছায়াদানকারী গাছ রোপন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সামাজিক সংগঠন উন্নত মম শির।
বুধবার (১৮ জুন) ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাড়ে আটটা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করে উন্নত মম শিরের সদস্যরা।
এ বিষয়ে সংগঠনটির আহ্বায়ক মাসুম বিল্লাহ বলেন, প্রকৃতি আমাদের জীবনের অপরিহার্য অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, অক্সিজেন সরবরাহ এবং জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। সেই উপলব্ধি থেকেই উন্নত মম শির শুরু থেকেই যবিপ্রবি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়ে এসেছে।
শুধুমাত্র গাছ লাগানোই নয়, পূর্বে রোপণ করা গাছগুলোর সঠিক পরিচর্যার মাধ্যমেই একটি সবুজ ও প্রাণবন্ত ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব—এ বিশ্বাস আমাদের। তাই আমরা নিয়মিত গাছের পরিচর্যা, পানি দেয়া, আগাছা পরিষ্কার ও গাছের বৃদ্ধির পরিবেশ নিশ্চিত করার কাজ করে চলেছি।
আমাদের এই প্রচেষ্টা শুধুই একটি ক্লাবের কর্মসূচি নয়, এটি একটি সচেতনতা, একটি আন্দোলন। আমরা প্রত্যাশা করি, যবিপ্রবির প্রতিটি শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী এই সবুজ উদ্যোগে যুক্ত হবেন এবং নিজেদের দায়িত্ববোধ থেকে প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করবেন।
উল্লেখ্য, জুলাই বিপ্লবের পর থেকে ক্যাম্পাসের আশেপাশের এলাকায় বাজার মনিটরিং, বৃক্ষরোপন, সড়কে শৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে যাত্রা শুরু করে সামাজিক সংগঠন উন্নত মম শির। পরবর্তীতে নোয়াখালী, ফেনী ও কুমিল্লা অঞ্চলে সংঘটিত বন্যার সময়ও স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে দেখা যায় উক্ত সংগঠনের সদস্যদের।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.