শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে স্বাস্থ্যবিধি না মেনে ব্যাবসা প্রতিষ্ঠান পরিচলানা করার অপরাধে ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে নগদ ৭হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যামাণ আদালত।
আজ মঙ্গলবার উপজেলার সদর বাজারে এ অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিটন আলী ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা। এসময় তারা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক বিতরণ করেন।
সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, করোনা ভাইরাস সংক্রমণ হার বেড়ে যাওয়ায় সরকারি বিধি নিষেধ পালনে ও মাস্ক ব্যবহার করে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.