কচুয়া(বাগেরহাট)প্রতিনিধিঃ
কচুয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপনের লক্ষে বৃক্ষ রোপন অভিযান -২০২১ এ কচুয়া উপজেলা আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে উপজেলার আনসার ও ভিডিপির ইউনিয়ন কমান্ডার ও সদস্যদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরন করা হয়।
গতকাল দুপুর ১২ টায় কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষ রোপন অভিযান -২০২১ এর চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফিরোজা খানম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: হাসিবুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুমার কুন্ডু,মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী ও উপজেলার আনসার ও ভিডিপির ইউনিয়ন কমান্ডার ও সদস্যবৃন্দ। উপজেলার ১০১টি গ্রামের প্রতিটি গ্রামে ২টি করে আনসার ও ভিডিপির ইউনিয়ন কমান্ডার ও সদস্যদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরন করা হয় ।