বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের সুন্দরকাঠী গ্রামে বিগত ১০-১২ বছর নানা অপকর্ম ও মানুষকে হয়রানি করা খাইরুল ইসলাম খোরশেদ ফরাজী ও তার দুই পুত্র এখন জনতার রোষানল থেকে নিজেদের রক্ষায় মিথ্যাচারের কৌশল নিয়েছেন। একইসঙ্গে প্রতিপক্ষের নামে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানি করছেন। তাদের অপকর্ম থেকে পরিত্রাণ পেতে গ্রামের শতশত পরিবার পুলিশ ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন।
সাংবাদিকদের সাথে এসব কথা বলেন ,সুন্দরকাঠী গ্রামের বাসিন্দা ওমর আলী হাওলাদারের পুত্র রাব্বি হাওলাদার। তিনি বলেন, ‘প্রকৃতপক্ষে খোরশেদ ফরাজী একজন মামলাবাজ, ভূমিদস্যু ও চাঁদাবাজ। জমিজমার জাল দলিল, জবরদখল ও ফার্মেসী ব্যবসার অন্তরালে মাদক ব্যবসাসহ তার নানা অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ। কিন্তু ভয়ে মুখ খুলতে পারছে না কেউ। খাইরুল ইসলাম খোরশেদ ফরাজী সুন্দরকাঠী বাজার এলাকায় তার নিজস্ব একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তার পুত্র আতিকুর রহমানের দাপটে তটস্ত ছিল এলাকাবাসী। তাদের গড়া বাহিনী দিয়ে তারা এলাকায় চাঁদাবাজি ও মাদকের ব্যবসা নিয়ন্ত্রণ করেন।
রাব্বি হাওলাদার অভিযোগ করেন, বিভিন্ন সময় তার অপকর্মের প্রতিবাদ করায় গত ২২মে তার বাড়িতে দুই পুত্র আতিক ফরাজী ও আরিফ ফরাজীর সহায়তায় আগুন দেয় খোরশেদ ফরাজী। এ ঘটনায় তিনি বাদি হয়ে বরিশালের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। সেই মামলা তুলে নিতেও খোরশেদ ও তার পুত্ররা হুমকি ধামকি দিচ্ছে।
অভিযোগ সম্পর্কে জানতে খোরশেদ ফরাজীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, এলাকার কেউ যদি খোরশেদ ফরাজীর অপকর্মের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুরূপ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.