Nabadhara
ঢাকাশনিবার , ২১ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

১৭ বছর ভোটবঞ্চিত জনগণই দেশের মালিক: হেলেন জেরিন খান

Link Copied!

সুজন হোসেন রিফাত,মাদারীপুর প্রতিনিধি

কেন্দ্রীয় বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ তাদের মূল্যবান ভোট প্রয়োগ করতে পারে নাই, বাংলাদেশের জনগণ হচ্ছে বাংলাদেশের মালিক এই মালিকানা প্রমাণ করার প্রথম ধাপ হচ্ছে তাদের মূল্যবান ভোট প্রয়োগ, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের মানুষ ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল। ইনশাল্লাহ আগামী নির্বাচনে সৎ যোগ্য যারা বাংলাদেশের উন্নয়ন করবে সে সমস্ত নেতাদের আমরা ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠানোর জন্য কাজ করব।

 

(২১ জুন) শনিবার দুপুরে মাদারীপুর শহরের চরমগুরিয়া কমিউনিটি সেন্টারে মাদারীপুর ও রাজৈরের কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে কোন বাড়ি নেই, এই সততা আমাকে আকৃষ্ট করেছে। আমি সেই পথে হাটতে চাইভ আমি আজ আপনাদের কাছে বলতে চাই ৪০ বছর রাজনীতি থেকে আমি এক টাকাও সুবিধা ভোগ করিনি। আগামী ৪০ বছরেও আমি রাজনীতি থেকে কোন সুবিধা নেবোনা। আমি মাদারীপুরের জন্য কাজ করে যাবো। আমি আমার শ্রম আমার অভিজ্ঞতা দিয়ে আমি জাতীয়তাবাদীদল ও মাদারীপুরের জন্য কাজ করে যাবো।

 

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হাওলাদার,জেলা বিএনপি’র সদস্য আতাবার হাওলাদার,মজিবর হাওলাদার, হায়দার হাওলাদার,জেলা কৃষকদলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ,জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তার,ভিপি সরোয়ার হোসেন ,জেলা মৎস্যজীবীদলের সভাপতি সায়েম বেপারী,রাজৈর উপজেলা পৌর বিএনপির আহবায়ক শেখ জাকিরসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।