মো.জিহাদুল ইসলাম, নড়াইল
নড়াইল জেলা সাংবাদিক ইউনিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৫ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২১ জুন) দুপুর ১২টায় জেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লোহাগড়া, কালিয়া ও সদর উপজেলার অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী এতে অংশগ্রহণ করেন।
জেলা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ জিয়াউর রহমান জামী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল ইসলাম। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের আয়না, তাদের লেখনীর মাধ্যমে সমাজে পরিবর্তন আসে।”
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা গণতন্ত্রকে শক্তিশালী করে, দেশকে এগিয়ে নেয়।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক অশোক কুন্ডু, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি মোঃ ওবায়দুর রহমান প্রমুখ।
এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াগাতী থানার কৃতি সন্তান ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান খবিরউদ্দিন এবং আমেরিকা প্রবাসী বিশিষ্ট কলামিস্ট নিয়াজ মাহমুদ ভিকুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
পুনর্মিলনী শেষে সকলের অংশগ্রহণে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। জেলা সাংবাদিক ইউনিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের পারস্পরিক বন্ধন ও পেশাগত উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.