Nabadhara
ঢাকাসোমবার , ২৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে গৃহবধূ হ ত্যা মামলায় দুইজন গ্রেফতার

দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ
জুন ২৩, ২০২৫ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ

বরিশালের বাকেরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গৃহবধূকে গলা কেটে হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

রবিবার (২২ জুন) রাতে উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ রফিকুল ইসলাম।

 

নিহত গৃহবধূ আসমা বেগম (৫৫) উপজেলার কলসকাঠী গ্রামের আবুল হোসেনের স্ত্রী। গ্রেপ্তারকৃতরা হলেন একই গ্রামের জালাল হাওলাদারে ছেলে মোস্তফা হাওলাদার (৪০) ও তার ছেলে শফিকুল ইসলাম (১৫)।

পুলিশ সূত্রে জানা যায়, জমাজমিকে কেন্দ্র করে নিহত আসমা বেগমের স্বামী আবুল হোসেনের সঙ্গে আসামি মোস্তফা হাওলাদারের বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার (১৭ জুন) মাগরিবের নামাজের সময় আসমা বেগমকে বাড়িতে একা পেয়ে ঘরে ঢুকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় আসামিরা।

 

নিহতের স্বজনরা জানায়, স্বামী আবুল হোসেনকে মোবাইল ফোনে তার আহত স্ত্রী আসমা বেগম শেষবারের মতো দেখে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন।তিনি বাসায় গিয়ে তার স্ত্রীর রক্তাক্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন।

 

এ ঘটনায় ১৮ জুন নিহতের ছেলে আছিম বিল্লা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ২৯।

 

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর থেকে পুলিশ তদন্ত শুরু করে। ঘটনার ৫ দিনের মাথায় দুইজন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।