বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাস্তা সংস্করণ, বয়স্ক ও বিধবা ভাতা সহ বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের লক্ষ্যে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এবি পার্টির নেতৃবৃন্দ।
আজ (২৩ জনু) সোমবার সকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ এর হাতে এ স্মারকলিপি প্রদান করেন আমার বাংলাদেশ (এবি) পার্টির বরিশাল জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির বরিশাল জেলা ও মহানগরের যুগ্ম আহবায়ক মোঃ সুজন তালুকদার, যুগ্ম সদস্য সচিব মোঃ রায়হান উদ্দিন, সদস্য সচিব জি এম রাব্বী, রাজীব খান, শাহিন হাওলাদার, মো:সাজ্জাদ হোসেনসহ বাবুগঞ্জ এবং বরিশাল জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের উদ্দেশ্য এবি পার্টির নেতৃবৃন্দ বলেন, স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি দীর্ঘ অনেক বছর ধরে বাবুগঞ্জ উপজেলার ঘটকেরচর ও চাঁদপাশা ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট এবং ব্রীজের কোনরকম সংস্কার কাজ হচ্ছেনা। যার কারনে ওই এলাকার রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয় এবং ব্যবহার অনুপোযী হয়ে পড়েছে। রাস্তাঘাটের বেহাল অবস্থার কারনে এখানকার লোকজনের যাতায়াতে ভোগান্তির শেষ নেই।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.