গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
গৌরনদীতে মোটর সাইকেল দুর্ঘটনায় চালক মো. অনিম সরদার (২২) নিহত হয়েছে। এ সময় মোটর সাইকেল আরোহী আখি আক্তার ও শাওন আহম্মেদ গুরতর আহত হয়। গুরতর অহত অবস্থায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে রবিবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. অনিম সরদার উপজেলার কটকস্থল গ্রামের স্বপন সরদারের একমাত্র ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুল রহমান জানান, নিহত মো. অনিম সরদার রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টরকী থেকে দুই জন আরোহী নিয়ে ভূরঘাটার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ডোবায় পরে যায়।
স্থানীয়রা উদ্ধার করে গুরতর অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন ভোর রাতে অনিম সরদার মারা যায়।