নিজস্ব প্রতিবেদক, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার মাউলি পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী ঝুঁকিপূর্ণ টিনের ঘরে জীবন হাতে নিয়ে পড়াশোনা করছে। বিদ্যালয়টিতে নেই কোন জালনা বা দরজা। শ্রেণিকক্ষের ছাদের টিনে একাধিক ছিদ্র থাকায় সামান্য বৃষ্টি হলেই কক্ষে পানি ঢুকে পড়ে। এতে বই-খাতা ভিজে যায়, ভিজে যায় শিক্ষার্থীদের স্কুল ড্রেসও। মেঘের গর্জন বা ঝড়-বৃষ্টি নামলেই আতঙ্কিত হয়ে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা।
সোমবার (২৩ জুন) সরেজমিনে গিয়ে দেখা গেছে, জরাজীর্ণ টিনসেডে চলছে পাঠদান। কখনও বৃষ্টির কারণে পার্শ্ববর্তী হাজরাতলা মন্দিরের বারান্দা পর্যন্ত ব্যবহার করতে হয় ক্লাস নেওয়ার জন্য।
বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র অলোক বিশ্বাস বলেন, ‘বৃষ্টি নামলেই বই খাতা ভিজে যায়, ঝড় হলে আমরা খুব ভয় পাই। তবুও পড়তে হয়।’ নবম শ্রেণির ছাত্রী মীম খানম বলেন, ‘আমাদের বন্ধুদের চারতলা পাকা স্কুল আছে, আমাদের নেই। নতুন ভবন হলে ভালো হতো।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, ‘আধুনিক যুগে ডিজিটাল ক্লাসের সুযোগ থাকলেও ভবন সংকটে আমরা তা করতে পারছি না। দ্রুত একটি নতুন ভবনের প্রয়োজন।’
জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ‘বিদ্যালয়ের অবস্থা অত্যন্ত করুণ। শিক্ষা অধিদপ্তরে নতুন ভবনের জন্য আবেদন পাঠানো হয়েছে।’
স্থানীয়রা দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে কোমলমতি শিক্ষার্থীরা নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে পড়াশোনা করতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.