কোটালীপাড়া প্রতিনিধি
স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারিদের নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবির বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন কোটালীপাড়ার স্বাস্থ্য সহকারিগণ।
মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে বাংলাদেশ স্বাস্থ্য সহকারি সমিতি গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি হাফিজুর রহমানসহ অন্যান্য স্বাস্থ্য সহকারিগণ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, স্বাস্থ্য সহকারিদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তারা সরকারের প্রতি দ্রুত সময়ে দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।