বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তার, ওসি (তদন্ত) সুরেজীত বড়ুয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এস. এম. কাইয়ুম খান, হানিফ তালুকদার, গোলাম মোরশেদ উজ্জল, শাহাবুদ্দিন খোকনসহ আরও অনেকে।
কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের কৌশল, চ্যালেঞ্জ ও স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়া প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা নিজ নিজ পর্যায় থেকে মতামত তুলে ধরেন।
কর্মশালায় বক্তারা তামাকজাত দ্রব্যের অপব্যবহার রোধে আইনের কঠোর প্রয়োগ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.