হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
হেডলাইন: বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের সঙ্গে রাজধানীসহ সারাদেশের যোগাযোগে গুরুত্বপূর্ণ যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার লাউজনি রেলক্রসিং এলাকায় নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে রোড ডিভাইডার নির্মাণে সংশ্লিষ্ট ছয় সরকারি দপ্তরের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
এই আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আল মামুন। নোটিশে তিনি অবিলম্বে এই গুরুত্বপূর্ণ মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকাটিতে আইনানুগভাবে পরিকল্পিত ও সুনির্মিত রোড ডিভাইডার স্থাপনের দাবি জানিয়েছেন।
নোটিশপ্রাপ্ত দপ্তরগুলোর মধ্যে রয়েছেন—রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, রেল ভবন রাজশাহীর প্রধান প্রকৌশলী ও বিভাগীয় ব্যবস্থাপক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং যশোরের নির্বাহী প্রকৌশলী।
লিগ্যাল নোটিশে অ্যাডভোকেট মামুন উল্লেখ করেন, “আমি একজন নাগরিক ও আইনজীবী হিসেবে জনস্বার্থের একটি অত্যন্ত জরুরি বিষয় আপনাদের নজরে আনছি। যশোর-বেনাপোল মহাসড়কের লাউজনি রেলক্রসিংয়ে আইনানুগ রোড ডিভাইডার না থাকায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। এই অব্যবস্থাপনা শুধু জানমালের ক্ষতির কারণ নয়, এটি দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলোর চরম অবহেলার প্রতিফলন।”
তিনি আরও বলেন, “বর্তমানে স্থাপিত দুইটি ডিভাইডার অপ্রতুল, ছোট এবং চিহ্নবিহীন। ফলে পথচারী ও যানবাহন উভয়ের জন্যই এটি বিপজ্জনক হয়ে উঠেছে। ‘লাইট রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট’ এবং সংশ্লিষ্ট নিরাপত্তা নীতিমালার আলোকে দ্রুত একটি মানসম্পন্ন ও নিরাপদ ডিভাইডার নির্মাণ অত্যাবশ্যক।”
অ্যাডভোকেট মামুন নোটিশে আরও উল্লেখ করেন, ১৫ দিনের মধ্যে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তবে তিনি আদালতের শরণাপন্ন হয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
প্রসঙ্গত, গত তিন বছরে লাউজনি রেলক্রসিং এলাকায় প্রায় শতাধিক ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। এই এলাকাটি স্থানীয়দের কাছে “মৃত্যুফাঁদ” হিসেবে পরিচিত হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’র পক্ষ থেকে একাধিকবার মানববন্ধন, স্মারকলিপি ও গণসচেতনতামূলক কর্মসূচি পালন করা হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর পক্ষ থেকে এমন লিগ্যাল নোটিশ পাঠানোকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। স্থানীয় বাসিন্দারা বলছেন, “এখনই সময়—এই প্রাণঘাতী এলাকায় কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.