নবধারা প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় শিশু বিচিত্রা চক্রবর্তী (৬) নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট নামক স্থানে একটি পিকআপ ভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটননাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
নিহত বিচিত্রা চক্রবর্তী দাসেরহাট গ্রামের বশিষ্ঠ চক্রবর্তীর মেয়ে। পরে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে পুলিশ প্রসাশন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া সড়ক দুর্ঘটনার কথা নিশ্চিত করে জানান, বিকালে একটি পিকআপ ভ্যান শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
নিহত বিচিত্রা চক্রবর্তীর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। মহাসড়কে যানচলাচল স্বাভাবিক আছে। অপৃতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘাতক পিকআপ আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।