স্টাফ রিপোর্টার, চিতলমারী
বাগেরহাটের চিতলমারী থেকে নিজের মা লাভলী বেগমকে হত্যার অভিযোগে ছেলে রাব্বি খাকি (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাব্বি চিতলমারী উপজেলার শান্তিখালী গ্রামের আনোয়ার খাকির ছেলে। নিহত লাভলী বেগম উপজেলার চিংগড়ী গ্রামের মুনছুর আলী শেখের মেয়ে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস,এম শাহাদাৎ হোসেন জানান, আসামী রাব্বি খাকি পুলিশের চোখ ফাঁকি দিয়ে এতদিন পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাব্বিকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকাসক্ত রাব্বি প্রায়শই মাদকের টাকার জন্য তার মায়ের সাথে খারাপ আচরণ করতো। গত ২০ মে রাতে লাভলী বেগমের সাথে ছেলে রাব্বির ঝগড়া হয় এবং এরপর থেকে লাভলী বেগম নিখোঁজ ছিলেন। ৩১ মে শনিবার সকাল ৮টার দিকে চিংগড়ী গ্রামের মফিজুর রহমানের বাড়ির পাশের খালে কচুরিপনা পরিষ্কার করতে গেলে স্থানীয়রা কচুরিপনার নিচে লাভলী বেগমের মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এই ঘটনায় নিহত লাভলী বেগমের বাবা মুনছুর আলী শেখ বাদী হয়ে রাব্বি খাকিকে আসামী করে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই রাব্বিকে গ্রেফতার করা হয়েছে।