চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের চৌহালীর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) গাজী মিজানুর রহমানকে প্রশাসনিক কারণে বদলি করা হয়েছে এমনটাই জানাগেছে।
সাম্প্রতিক সময়ে নবধারা অনলাইন পোর্টালসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হয় যমুনায় মাছ ধরতে ওসিকে দিতে হয় উৎকোচ এমন সংবাদ প্রকাশ হলে মূহুর্তের মধ্যে তদন্তে নামে নৌ পুলিশ টাংগাইল অঞ্চলের সহকারী পুলিশ সুপার( এএসপি) হুমায়ুন কবির আকন্দ।
এদিকে ২৬ জুন বৃহস্পতিবার নৌ পুলিশ ঢাকা অঞ্চলের পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স ) মাসুমা আক্তারের স্বাক্ষরিত অফিস আদেশে গাজী মিজানুর রহমানকে চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির আইসি থেকে বরিসুর নৌ পুলিশ ফাঁড়ি (ঢাকা অঞ্চল) বদলির আদেশ হলেও এখনও নৌ পুলিশ ফাঁড়িতে বহাল তবিয়তে। তবে আদেশে উল্লেখ রয়েছে, প্রশাসনিক কারণে। আর বদলির বিষয়ে কিছুই জানে নৌ পুলিশ ফাঁড়ির আইসি গাজী মিজানুর রহমান।
এদিকে বিতর্কিত ওসির বদলিতে জনমনে স্বস্তি ফিরে আসলেও এখনো নৌ পুলিশ ফাঁড়িতে বহাল তবিয়তে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.