প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৩০, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ণ
জামালপুরে নারী এগিয়ে চলা প্রকল্পের সভা অনুষ্ঠিত

ওসমান হারুনী- জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরে নারীর অধিকার ও সুরক্ষা নিরাপত্তা, সম্প্রীতি বজায় রাখা বিষয়ক নারীর এগিয়ে চলা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুরে জামালপুর সদর উপজেলা মিলনায়তনে নারী পক্ষের ব্যানারে নারীর এগিয়ে চলা প্রকল্পের তরুন নারী নেতা ও তরঙ্গ মহিলা কল্যান সংস্থার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ নারীর এগিয়ে চলার প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়েছে।
নারীপক্ষের নির্বাহী পরিচালক লিপি রোজারিও এর সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক, জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার শামীম ইফতেখার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু ফয়সল মো: আতিক, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নারীনেত্রী ও জেলা রেডক্রিসেন্ট ইউনিটের মেম্বার শামীমা খানসহ বিভিন্ন নারী দলের নেত্রীরা উপস্থিত ছিলেন।
সভায় নারীর এগিয়ে চলা প্রকল্পের কার্যক্রম ২০২১ সালে জামালপুর সদর উপজেলায় শুরু হয়ে ২০২৫ সালের জুলাইয়ে শেষ হবে। এই প্রকল্পে আওতায় নারীদের সুরক্ষা,নারী নির্যাতন,বাল্য বিয়ে, নারীর অধিকার আদায় কার্যক্রমে যুক্ত হওয়ার পর তরুণ নারী নেতা ও তাদের পরিবারের নিজ নিজ এলাকায় সম্মান ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে। প্রান্তিক নারীদের জীবন যাপনের ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নারীর সুরক্ষা,অধিকার বাস্তবায়ন ও নারীবান্ধব সমাজ প্রতিষ্ঠায় প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.