কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ
প্রানঘাতী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কচুয়া উপজেলার কচুয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করেন কচুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেড ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল।
তিনি আজ কচুয়া বাজারের দোকানদার ও জনসাধারণ মাস্ক না পড়ার অপরাধে ও মাস্ক ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে গত ২২ জুন ২ হাজার ৩ শত টাকা এবং গতকাল ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল কচুয়া বাজার সহ বিভিন্ন রাস্তার মোড়ে ও দোকানের সামনে মাস্ক বিতরণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

