Nabadhara
ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে গ্রে’ফতারী পরোয়ানাভুক্ত আসামি সোহাগ মোল্লা গ্রে’ফতার

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
জুন ৩০, ২০২৫ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার চরবাসুড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে সোহাগ মোল্লা (৩৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।

 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফজলুল হক জানান, সোহাগ মোল্লার বিরুদ্ধে মোল্লাহাট থানায় দায়েরকৃত মামলা নম্বর ১১/২৫, তারিখ ১৮/০৩/২০২৫ ইং, ধারা ৩২৩/৫০৬ অনুযায়ী আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। সে অনুযায়ী তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

ওসি আরও জানান, সোহাগ মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: মামলা নং ০৮/৩৫ (তারিখ ০২/০৫/২০২০) এবং ১৬/২৩ (তারিখ ১৬/০৩/২০২০)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। অসহায় পরিবারের কিশোরী মেয়েদের বিয়ে দেওয়ার নামে প্রতারণা করে অর্থ আদায়, মাদক কারবার ও চাঁদাবাজির মতো অভিযোগ তার বিরুদ্ধে ছিল বহুদিন ধরেই।

 

তার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। অনেকে মনে করছেন, এতে করে এলাকার পরিবেশ কিছুটা হলেও স্বাভাবিক থাকবে।

 

পুলিশ জানিয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।