মোঃ ইব্রাহীম মিঞা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
সিধু, কানু, চাঁদ ও ভৈরবের স্মৃতিতে দিনাজপুরের বিরামপুর উপজেলায় পালিত হয়েছে ১৭০ তম সাঁওতাল বিদ্রোহ দিবস।
সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১ টায় বিরামপুর উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি এবং ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের আদিবাসী জনগোষ্ঠীর সহযোগিতায় শ্যামপুর আদিবাসী একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি বিরামপুর শাখার চেয়ারম্যান সুশীল হাঁসদা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুর এলাহী রুবেল চৌধুরী, সাধারণ সম্পাদক, বিএনপি বিরামপুর শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও আদিবাসী সমাজের প্রতিনিধিরা। বক্তারা এসময় আদিবাসীদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের শিক্ষা, অধিকার ও সংস্কৃতি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।তাঁরা সাঁওতাল বিদ্রোহের ইতিহাস তুলে ধরে আদিবাসী সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিকভাবে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে আলোচনা সভা, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা এবং সাঁওতাল বিদ্রোহের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়। স্থানীয় আদিবাসী নারী-পুরুষ, শিক্ষার্থী ও সাধারণ জনগণের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.