উত্তম শর্মা, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দেশের সার্বভৌমত্ব, মানুষের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেলবে আর বিএনপি নেতাকর্মীরা চুপচাপ ঘরে বসে থাকবে, সেই দিবা স্বপ্ন দিবা স্বপ্নই থেকে যাবে। জনগণের ভাষা বুঝতে পেরে অন্তবর্তী কালীন সরকার দ্রæত সময় অর্থাৎ ফেব্রুয়ারির মাসের মধ্যেই নির্বাচনের ঘোষণা দিয়েছে, আমরা বিশ্বাস করতে চাই, তারা তাদের সেই ঘোষণা বাস্তবায়ন করবে।
বিএনপি জনগণের দল, বিএনপিকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিতে অনেকেই চেষ্টা করেছে কেউ পারেনি, বিএনপির জন্ম হয়েছে জনগণের মাঝে, বিএনপিকে ১৭ বছর ধরে চেষ্টা করা হয়েছে, বিএনপি নেতাকর্মীদের শেষ করে দেওয়ার জন্য, গুম, হত্যা, নির্যাতন, ভ‚য়া ও মিথ্যা মামলা দিয়ে, কিছুতেই বিএনপিকে দমানো যায়নি।
আজকে যারা কেউ কেউ মব জাস্টিস করে অন্যায় ভাবে সবকিছু করা যাবে তাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, শহীদ জিয়ার আদর্শ নিয়ে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র পুনরুদ্ধারের নেতা তারেক জিয়ার নির্দেশের অপেক্ষায় বিএনপির কর্মী বাহিনী, যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির প্রস্তুত আছে।
আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিএনপির নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
উপজেলা বিএনপির সভাপতি শাহ মোঃ শামিম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় বিএনপি থেকে বহিস্কৃত নেতাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা তাদের সদস্যপদ নবায়ন করতে পারবেন না। নেতৃত্বে প্রতিযোগীতা থাকবে নেতৃত্বে প্রতি হিংসা পরায়নতা থাকাটা কোন অবস্থায় বরদাস্ত করা হবে না। যারা আন্দোলন সংগ্রামে সব সময় ছিলেন, সেই মানুষগুলো যেন বিএনপির সদস্য পদ থেকে বাদ না যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি মাহবুর রহমার চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজার রহমান লাভলু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মুক্তারসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.