বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরিশালের বাকেরগঞ্জ উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১ টায় জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে মোঃ হারুন অর রশিদ জোমাদ্দারকে আহ্বায়ক এবং মোঃ কামরুজ্জামান মিজান মিয়াকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া নতুন আহবায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মিসেস সেলিনা হোসেন বাবলী, আলহাজ্ব হারুন অর রশিদ শিকদার, মোঃ জিয়াউল হাসান জুয়েল সিকদার, মোঃ মিজানুর রহমান চুন্নু, মোঃ নাসির হাওলাদার, জাহাঙ্গীর আলম ভিপি দুলাল, মোঃ সোলায়মান সেনিয়াবাদ, মোঃ মকবুল হোসেন খান, মোঃ খলিলুর রহমান সিকদার, রুহুল আমিন জোমাদ্দার, অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ, আবদুস শুকুর বাচ্চু নেগাবান, মোঃ অহিদুল ইসলাম স্বপন, মোঃ আনোয়ার হোসেন পিকু, এ্যাডভোকেট জিন্নাহ রথি।
বাকেরগঞ্জ উপজেলার নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
বরিশাল জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খান জানান, বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশে গত ২৮ জুন মেয়াদোত্তীর্ণ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে দলকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার জন্য মঙ্গলবার বাকেরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিবসহ ১৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।