অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকালে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলশাদ জাহান চারটি ইউনিয়নের মোট ৪০ জন সুবিধাভোগীর হাতে জনপ্রতি ৩০ কেজি করে চাল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, রূপালী ব্যাংক অষ্টগ্রাম শাখার ব্যবস্থাপক মোকাররম হোসেন মুরাদ, পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুরমা আক্তারসহ ইউপি সদস্যবৃন্দ।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এই সহায়তা কার্যক্রম পর্যায়ক্রমে অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাতেও পরিচালিত হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.