পিরোজপুর প্রতিনিধি
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণ-আন্দোলনে নিহত, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা। সোমবার (১ জুলাই) বিকেল ৫টায় জেলা শহরের জামায়াত কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ। উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ বলেন, “জুলাই আন্দোলন ছিল বাংলাদেশের ইতিহাসে একটি বিরল গণ-জাগরণ। এই আন্দোলনে ছাত্র, নারী, শিশু, শ্রমজীবীসহ সর্বস্তরের মানুষ রাজপথে নেমেছিল।" তিনি বর্তমান সরকারকে উদ্দেশ করে বলেন, “শহীদদের রক্তের ঋণ ভুলে গেলে চলবে না, অন্তর্বর্তীকালীন সরকারকে সকল দলের প্রতি নিরপেক্ষ থাকতে হবে।”
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করা হয়। দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.