মো.ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের রণগাঁও গ্রামের ওসমান মোড় এলাকায় গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক মোঃ নওশাদ হোসেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দোকান বন্ধ করে পাশের ছোট যমুনা নদীতে মাছ ধরতে যান দোকানদার নওশাদ। এর কিছুক্ষণ পরই তার দোকানে হঠাৎ আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এলাকাবাসী দৌড়ে এসে প্রথমে ভেবেছিলেন, দোকানদার ভেতরে আটকা পড়েছেন। তারা ডাকাডাকি ও ইট ছুঁড়ে সাড়া পাওয়ার চেষ্টা চালান। পরে দোকানদার দৌড়ে এসে দেখেন তার দোকানটি পুড়ে গেছে, এবং ভেতরের সব মালামাল আগুনে ভস্মীভূত হয়েছে।
অগ্নিকাণ্ডে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন নওশাদ। ঘটনাটি তদন্তে এসে কাটলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাইমা জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে দোকান মালিকের এক থেকে দেড় লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।”
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমতাজুল হক বলেন, “এখনো থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।”
দোকানটি ছিল নওশাদের একমাত্র জীবিকার উৎস। আগুনে সর্বস্ব হারিয়ে এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি। এজন্য তিনি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সহৃদয় ব্যক্তিদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।