বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১ জুলাই) বিকেল ৫টায় বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া দাখিল মাদ্রাসার হলরুমে এ আয়োজন করা হয়।
দেহেরগতি ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. এরশাদ হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা ইদ্রিস হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝি।
এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মো. ইমাম উদ্দিন তোহা কাজী, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা ইদ্রিস হাসান, আলমগীর হোসেন, মো. ইয়াসিন মুন্সী প্রমুখ।
অপরদিকে, একই দিনে বাবুগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদে ‘জুলাই যোদ্ধা শহীদদের’ স্মরণে আরেকটি বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মোনাজাতে জাতির জন্য শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরা হয় এবং তাদের জন্য রুহের মাগফিরাত কামনা করা হয়।