হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত, পঙ্গুত্ববরণকারী ও শহীদদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুলাই) বিকেলে ইউনিয়নের দারুল আমান ট্রাস্ট প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ্ বিলালী। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজীজুর রহমান বলেন,
“শুধু সরকার পরিবর্তন নয়, বরং যে আইন ও ব্যবস্থাপনার মাধ্যমে স্বৈরাচার জন্ম নেয়, তা পরিবর্তনের লক্ষ্যে ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছিল। সেই লক্ষ্য বাস্তবায়নে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের মাধ্যমে স্বৈরতান্ত্রিক পথগুলো রুদ্ধ করতে হবে। তা না হলে শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফারুক হাসান। আরও উপস্থিত ছিলেন একে এম তবিবুর রহমান, আবু হুরায়রা, আব্দুল আউয়াল, জয়নাল আবেদীন, প্রভাষক হারুন অর রশিদ, মাওলানা রুহুল আমিন, নজরুল ইসলাম, তরিকুল ইসলামসহ স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশব্যাপী ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.