নরসিংদী প্রতিনিধি
নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় মো. রেজভী (৩৫) নামে এক ইন্টারনেট ও ডিস ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রেজভী শহরতলীর বীরপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে ইন্টারনেট ও ডিস ব্যবসা পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের ওপর হামলা চালাতে যায় রেজভী ও তার সহযোগীরা। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন রেজভীকে লক্ষ্য করে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, নিহত রেজভীর বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। অপরদিকে প্রতিপক্ষের বিরুদ্ধেও বিভিন্ন থানায় ১০-১৫টি মামলা রয়েছে। ঘটনাটি পূর্ব বিরোধের জেরে ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, বাড়ানো হয়েছে পুলিশি টহল।