জেলা প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুরে ছাত্রদলের কেন্দ্রীয় নেতার উপর হামলার মামলায় এক ইউপি চেয়ারম্যানসহ দুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তারা হলেন, জেলার কাউখালি উপজেলা আ.লীগের সদস্য ও শিয়ালকাঠি ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও শিয়ালকাঠি ইউনিয়ন আ.লীগেরসহ সভাপতি মিজানুর রহমান। গাজী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
আজ (১জুলাই) মঙ্গলবার তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠায়।
উল্লেখ্য, গত ২৮ মার্চ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদের ঈদ শুভেচ্ছা পোস্টার শিয়ালকাঠি ইউনিয়নের বিভিন্ন জায়গায় লাগানো শেষে ফেরার পথে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে বসে রাত ৮ টার দিকে গাজী সিদ্দিকুর রহমান রহমানসহ অন্যরা দেশী অস্র, বোমা, নিয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় তারিকুল ইসলাম সুমনসহ ছাত্রদলের বেশ কয়েকজন আহন হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়
মামলার বাদী শিয়ালকাঠি ইউনিয়নের বাসিন্দা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সম্পাদক তারিকুর ইসলাম সুমন বলেন, "গেল ২৮ মার্চ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদের ঈদ শুভেচ্ছা পোস্টার শিয়ালকাঠি ইউনিয়নের বিভিন্ন জায়গায় লাগানো শেষে ফেরার পথে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে বসে গাজী সিদ্দিকুর রহমান রহমানসহ অন্যরা দেশী অস্র, বোমা, নিয়ে তাদের উপর হামলা চালায়। সেই হামলায় তারিকুল ইসলাম সুমনসহ ছাত্রদলের বেশ কয়েকজন আহন হন। এই মামলার রায়ে আমরা খুশি।"
আসামী পক্ষের আইনজীবী আহসানুল কবির বাদল বলেন, "শিয়ালকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ও মিজানুর রহমান উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিনে ছিলেন। মঙ্গলবার তারা পিরোজপুর জেলা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালতের বিচারক মো: মজিবুর রহমান তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।"
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.