কাবা কাকলি, কবি নজরুল কলেজ প্রতিনিধি
রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর উদ্যোগে এবং কনসাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)-এর সহযোগিতায় একটি ক্যারিয়ার উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই) দুপুর ১২টায় কলেজ অডিটরিয়ামে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের লক্ষ্যে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হায়দার মিঞা।
কর্মশালাটি সঞ্চালনা করেন কলেজ শাখা সিওয়াইবি’র সম্পাদক মনিরুজ্জামান মনির এবং সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি মো. আশিকুর রহমান সরল। এছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ পর্বে কনসাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)-এর নির্বাহী পরিচালক ও দৈনিক কালবেলার অনলাইন সম্পাদক পলাশ মাহবুব ডিজিটাল যুগে চাকরির সুযোগ ও সম্ভাবনা বিষয়ে আলোচনা করেন।
বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ সম্পর্কিত দিকনির্দেশনা প্রদান করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রভাষক জাহিদুর ইসলাম মিয়াজী।সঠিকভাবে পেশাগত সিভি তৈরির কৌশল তুলে ধরেন বিডিজবস ডটকম-এর এজিএম মুহাম্মদ আলি ফিরোজ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বলেন,তোমরা যারা নিজেদের দক্ষতা বাড়াতে এ কর্মশালায় অংশ নিয়েছো, তাদের ধন্যবাদ। অল্প সময়ে বোঝা যাচ্ছে এটি একটি শিক্ষণীয় আয়োজন। আমি বিশ্বাস করি, এমন উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
ক্যারিয়ার সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের মাঝে এমন কর্মশালা নিয়মিত আয়োজনের আহ্বান জানান আয়োজকেরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.