Nabadhara
ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝিকরগাছায় কু/পিয়ে জ/খমের ঘটনায় উত্তেজিত জনতার গ’ণপি/টুনিতে হাম/লাকারী নি/হত

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
জুলাই ২, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

যশোরের ঝিকরগাছা উপজেলার সোনাকুড় গ্রামে দা দিয়ে কুপিয়ে একজনকে গুরুতর জখম করার পর ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে রফিকুল ইসলাম ফকির (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে গ্রামের একটি চায়ের দোকানের সামনে রফিকুল হঠাৎই ধারালো দা দিয়ে একই গ্রামের জহিরুল ইসলাম (৪০)-এর মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জহিরুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মানসিক ভারসাম্যহীন আচরণ করতেন। হামলার সময়ও তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

 

হামলার এক ঘণ্টা পর উত্তেজিত জনতা রফিকুলকে আটক করে পাশের একটি মেহগনি বাগানে নিয়ে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

ঘটনার বিষয়ে ঝিকরগাছা থানার ওসি (তদন্ত) আবু সাঈদ জানান, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

স্থানীয়রা জানান, রফিকুল পূর্বেও একাধিকবার এ ধরনের সহিংসতায় জড়িয়েছেন, কিন্তু তেমন কোনো পদক্ষেপ না নেওয়ায় গ্রামবাসীর ক্ষোভ জমে ছিল। এই হামলার ঘটনায় তা বিস্ফোরিত হয়।

 

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।