রায়হান আহমদঃ যবিপ্রবি প্রতিনিধি
জুলাই বিপ্লবের চেতনা ধারণ, ফ্যাসিবাদ ও দূর্নীতিমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় নিয়ে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জুলাই বিপ্লব মঞ্চ নামে নতুন এক সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ তপু ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থী রাকিব হাসান সিহাব।
বুধবার (২ জুলাই) যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের কনফারেন্স রুমে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক সাব্বির খন্দকার। এ কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান নতুন এই কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান। এসময় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মো. আমজাদ হোসেন ড. ইঞ্জি ও উপস্থিত ছিলেন।
এছাড়াও কমিটির সহ-সভাপতি পদে মোঃ প্রিন্স আহমেদ ও আহনাফ তাহমিদ বাঁধন, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ আলফি শাওর নিরব ও মোঃ আশিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ সামিউল আলীম সামি, সহ-সাংগঠনিক সম্পাদক পদে ইফতিয়ার রহমান ইমন ও মোঃ মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক পদে মোঃ মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক পদে সাকলাইন মুস্তাক, সহ-অর্থ সম্পাদক পদে আল মামুন ভূঁইয়া ও সাইরাস সালাদিন সিয়াম, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মোঃ মাসফি চৌধুরী অরিন, সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইব্রাহিম খালিল ও মোঃ আশিকুর রহমান, মানবাধিকার সম্পাদক পদে সাকিব আল হক, আইন ও শৃঙ্খলা সম্পাদক পদে হানিফ আহমেদ, মিডিয়া ও প্রচার সম্পাদক পদে তাহসিন আরাফাত, সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক পদে শেখ আবু সুফিয়ান, কাইউম কাউসার আমিন ও রিফাত আহমেদ, নারী বিষয়ক সম্পাদক পদে ফারিহা সুলতানা, ক্রীড়া সম্পাদক পদে মুরশিদ আলম, কার্যকরী সদস্য পদে মোঃ আলামিন, তাসনিম বিন নাসিম, মোঃ নাইমুর রহমান নাঈম ও আহমদ উল্লাহ নির্বাচিত হয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ তপু ইসলাম বলেন, আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন যবিপ্রবির মতো উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে সত্যের পক্ষে উচ্চারণ করাটাই একটা সাহসিকতা। কিন্তু ইতিহাস বলে প্রত্যেক বড় পরিবর্তনের শুরু হয় কিছু সাহসী মানুষের হাত ধরে। "জুলাই বিপ্লব মঞ্চ" সেই সাহসের নাম, যেটি ২০২৪ সালের রক্তক্ষয়ী জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান থেকে পাওয়া শিক্ষা ও প্রেরণায় গঠিত।
তিনি আরও বলেন, আমাদের মূল মন্ত্র ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম, ন্যায্য অধিকার আদায়ের ঐক্য ও গণতান্ত্রিক চেতনার বিকাশ। আমাদের লক্ষ্য আটটি যেখানে রয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অধিকার আদায়ের লড়াই, শিক্ষাবান্ধব, স্বচ্ছ ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ার অঙ্গীকার। আমরা দুর্নীতি ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, প্রতিবাদের পাশাপাশি প্রস্তাব ও বিকল্প পথও দেখাবো। সাংস্কৃতিক কর্মকাণ্ড, বুদ্ধিবৃত্তিক চর্চা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে গড়ে তুলবো এক নতুন ছাত্রজাগরণ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.