Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ জুন ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে চলছে মোবাইল কোর্টে জরিমানা আদায়

Bayzid Saad
জুন ২৫, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধিঃ

প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে কচুয়া উপজেলার বাসীকে রক্ষা করার জন্য কচুয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন একযোগে সার্বক্ষনিক উপজেলার সর্বত্র বিচরণ করছেন।

আজ শুক্রবার বিকালে কচুয়া বাজার সহ সাইনবোর্ড বাজার, বাধাল বাজার, গোপালপুর ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন বাজার, মঘিয়ার ইউনিয়ন পরিষদ হয়ে ভাষা বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেড ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল।

এ অভিযান শেষে কচুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেড ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহল নবধারা কে বলেন, উপজেলার বিভিন্ন বাজারে অভিযানে নেমে আমরা দেখলাম প্রতিটি বাজারেই কঠোর ভাবে লকডাউন পালিত হচ্ছে । জেলা প্রশাসন কতৃক দেওয়া এই লকডাউনের দ্বিতীয় দিনে আমাদের কচুয়ার মানুষ শান্তিপূর্ন ভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে লকডাউন পালন করছে, তারা কোথাও তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখে নাই। পরে আমরা কোন দোকান খোলা না পেয়ে পথচারীদের মুখে মাস্ক না পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি মামলা করে ২হাজার ২শত টাকা জরিমানা আদায় করি।

তিনি মাস্ক না পড়ার অপরাধে ও মাস্ক ব্যবহারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় এবং কচুয়া বাজার সহ বিভিন্ন রাস্তার মোড়ে ও দোকানের সামনে মাস্ক বিতরণ করেন। তিনি কচুয়ার সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মনি শংকর পাইক বলেন, করোনা রোগী আমাদের কচুয়ায় এখন বেড়েই চলছে। কচুয়ায় করোনা রোগী আমাদের চিকিৎসাধীন ১৬ জন হলেও কচুয়ায় রোগী আরও বেশী আছে একারনে সকলে স্বাস্থ্য বিধি মেনে চলবেন।

তিনি আরও বলেন,  আমাদের আউটডোরের রোগীর প্রায় ৮০% রোগী এখন জ্বর কাশি নিয়ে ডাক্তার দেখাতে আসছে। তিনিও কচুয়া বাসীকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।