Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বি/দ্যুৎস্পৃ’ষ্ট হয়ে কাঠমিস্ত্রীর মৃ’ত্যু সহযোগী আহত

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 
জুলাই ৩, ২০২৫ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ তোফাজ্জেল হোসেন (৪০) নামে এক কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত তোফাজ্জেল হোসেন একই ইউনিয়নের চাঁদপুর গ্রামের আইয়ুব হোসেনের ছেলে। বুধবার (২জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে এঘটনা ঘটে। এসময় কাঠমিস্ত্রীর সহযোগী সুরুত আলী (৩৫) আহত হয়েছে।

 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে কাঠমিস্ত্রী তোফাজ্জেল হোসেন রঘুনাথপুর গ্রামের মইনুল শিকদারের বাড়িতে টিনের ঘরের কাজ করছিলেন। অসাবধানতাবশত একটি টিন বিদ্যুৎতের তারের ওপর গিয়ে পড়লে কাঠমিস্ত্রী তোফাজ্জেল হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তার সহযোগী সুরুত আলী কে উদ্বার করে কালিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (৩জুলাই) সকালে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।