পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
সাবেক এমপি জাফর আলমের সব্বোর্চ শাস্তির দাবিতে পেকুয়ায় ঝাড়– মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে পেকুয়া বাজার থেকে শুরু হয়ে ঝাড়– মিছিলটি পেকুয়া চৌমুহনী বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা ঝাঁড়– হাতে জাফর আলমের সর্বোচ্চ শাস্তি ফাঁিসর দাবি জানান।
এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এম.বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছান, সাংগঠনিক সম্পাদক ডাঃ বেলাল হায়দার, জেড় এম মুসলেম উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ আজাদ, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদীদ মুকুট, স্বেচ্চাসেবকদলের আহবায়ক আহছান উল্লাহ, কৃষকদলের আহবায়ক আবু ছিদ্দিক রনি, মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন ঝিনু, শ্রমিক দলের সভাপতি ( ভারপ্রাপ্ত) হারুনর রশিদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এম.ফরহাদ হোছাইনসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, জাফর আলম রাতের আধাঁরে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে চকরিয়া পেকুয়ায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। সে চকরিয়া পেকুয়ায় অনেক বিএনপি নেতাকর্মীকে হত্যা করেছে, নির্যাতন করেছে। শত শত মিথ্যা গায়েবী মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানী করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।
উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ বলেন, জাফর আলমকে পেকুয়া থানায় রিমান্ডে আনা হয়েছে কিন্ত রিমান্ডে এনে তাকে জামাই আদর করলে একদিন পেকুয়া থানা প্রশাসনকে জনগণের কাঠগড়ায় দাড়াতে হবে।
উল্লেখ্য, পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ হোছাইনের করা মামলায় জাফর আলমের ৩ দিনেরসহ পৃথক আরো দুটি মামলায় গতকাল তাকে পেকুয়া থানায় ৭ দিনের রিমান্ডে আনা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.