ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভালকী গ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী রিতা খাতুন ও তার প্রেমিক আব্দুল মালেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মামুনুর রশিদ।
দণ্ডপ্রাপ্ত রিতা খাতুন হরিণাকুন্ডুর কেষ্টপুর গ্রামের জয়নাল মন্ডলের মেয়ে এবং আব্দুল মালেক ভালকী গ্রামের জালাল মন্ডলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৭ নভেম্বর রাতে রিতা ও তার প্রেমিক আব্দুল মালেক পরিকল্পিতভাবে স্বামী জসিম উদ্দিনকে বাড়ির পাশের নির্জন স্থানে ডেকে নিয়ে গিয়ে চেতনানাশক খাইয়ে হত্যা করেন। পরদিন নিহতের ভাই আব্দুর রশিদ হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে এসআই অনিশ মন্ডল আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপনের পর বিচারক এ রায় দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম, অ্যাড নেকবার ও অ্যাড রিমা ইয়াসমিন এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড আনোয়ার হোসেন ও অ্যাড গৌতম কুমার।
রায় ঘোষণার পর নিহতের ভাই আব্দুর রশিদ বলেন, “আমরা আদালতের রায়ে সন্তুষ্ট হলেও, যদি আসামিদের ফাঁসি হতো তাহলে আরও খুশি হতাম। আমার ভাইকে তারা নির্মমভাবে হত্যা করেছে, আমরা আদালতে তা প্রমাণ করতে পেরেছি।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.