মো.এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে মানুষ হত্যা অব্যাহত রয়েছে। গত ৫০ বছরে এই সীমান্ত হত্যা কোন সরকারই বন্ধ করতে পারেনি। তিনি বলেন, আমরা দেখেছি এই বর্ডার দিয়ে ভারত থেকে অবৈধভাবে পুশইন করা হচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এটা কোনো ব্যক্তিবিশেষের বাংলাদেশ নয়, এটা ছাত্র-জনতার বাংলাদেশ। যদি কাউকে পাঠাতে হয়, তাহলে শেখ হাসিনাকে পাঠান। আমরা জুলাই অভ্যুত্থানের বিচারের আওতায় নিয়ে আসবো।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক সংলগ্ন চৌরঙ্গী মোড়ে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই আমরা নতুন সংবিধান, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণা এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন, সমর্থন দিন। ইনশাআল্লাহ, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, সেভাবেই তা রক্ষা করব। পঞ্চগড়ের মাটিতে আবারও দেখা হবে।
তিনি আরও জানান, আগামী ৩ আগস্ট ঢাকার শহীদ মিনারে “সারা বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার ইশতেহার” পাঠ করা হবে। সবাইকে সেখানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান তিনি।
এর আগে বিকেলে পঞ্চগড় জেলা জজ কোর্টের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক দিয়ে জেলা চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। পদযাত্রায় এনসিপি নেতাকর্মীদের পাশাপাশি হাজারো ছাত্র-জনতা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.