আর.কে. বাপ্পা, দেবহাটা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজপড়ুয়া ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার পরপরই পুলিশ অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে।
আটককৃত যুবকের নাম জুলফিকার মোড়ল জিসান (১৮)। তিনি দেবহাটার সুশীলগাতী গ্রামের জাহাঙ্গীর মোড়লের ছেলে। ভুক্তভোগী বহেরা গ্রামের বাসিন্দা ও একটি কলেজের শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত জিসানের সঙ্গে কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রায় আট মাস আগে। সেই সম্পর্কের ধারাবাহিকতায় তারা একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এ সময় অভিযুক্ত যুবক গোপনে তাদের সম্পর্কের ছবি ও ভিডিও ধারণ করেন।
ভুক্তভোগীর অভিযোগ, গত ২৫ মার্চ ২০২৫ তারিখে জিসান তাকে বিয়ের কথা বললেও পরবর্তীতে তা এড়িয়ে যেতে থাকেন। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানালে অভিযুক্ত তাকে ভয় দেখিয়ে গর্ভের সন্তান নষ্ট করার জন্য ওষুধ সরবরাহ করেন। এতে তার গর্ভপাত ঘটে। এরপর ২৯ জুন আবারো তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং নতুন করে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগী যখন বিয়ের দাবি জানায়, তখন জিসান তা অস্বীকার করে এবং ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরিবারকে বিষয়টি জানালে পরামর্শক্রমে গত ৩ জুলাই দেবহাটা থানায় মামলা করেন ওই ছাত্রী।
থানার মামলা নং-০৪, তারিখ ০৩/০৭/২০২৫। দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরা পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্য ও ক্ষোভ বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.