আয়েশা সিদ্দিকা, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ,সার, আম,জাম,কাঠাল,নারকেল, নিম ও বেল গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কৃষি প্রণোদনা কার্যক্রম এর উদ্বোধন শেষে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাইমুর রশিদ লিখনে’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কচুয়া উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আলী, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, সাংবাদিক নাজমুস সাকিব প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।