Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নির্মল বিশ্বাসকে সমাহিত 

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 
জুলাই ৪, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

বীর মুক্তিযোদ্ধা নির্মল চন্দ্র বিশ্বাস (৭১) রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পেয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সকাল ১০টায় বাগেরহাটের চিতলমারী উপজেলার বোয়ালিয়া গ্রামে নিজ বাড়ির আঙিনায় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

 

এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বোয়ালিয়া শ্রী শ্রী কাশি কৃষ্ণ শেবাশ্রমের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

 

রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সময় চিতলমারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার আবু তালেব শেখসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

বীর মুক্তিযোদ্ধা নির্মল বিশ্বাসের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।