নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৫ আজ শুক্রবার (৪ জুলাই) থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। প্রথম ও দ্বিতীয় বর্ষের মিলিত এই পরীক্ষায় মোট ৩৮ হাজার ৪১৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ২২ হাজার ৪৫০ জন পুরুষ এবং ১৫ হাজার ৯৬৪ জন নারী শিক্ষার্থী রয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে স্থাপিত মোট ২৪৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রতি শুক্রবার ও শনিবার দিনে দুটি শিফটে পরীক্ষা হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত চলবে পরীক্ষা কার্যক্রম। আগামী ৮ আগস্ট, শুক্রবার শেষ হবে এইচএসসি পরীক্ষা।
সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে বাউবি কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি কেন্দ্র পর্যায়ে তদারকি করতে বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করছে।
পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bou.ac.bd) পাওয়া যাবে বলে জানিয়েছে বাউবি কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.