যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালো মিশকাত রহমান সুলতান (১২) নামের এক শিক্ষার্থী।
শুক্রবারে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সুলতান কামারগন্যা গ্রামের রাসেল হোসেনের ছেলে এবং ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
সুলতানের মা সেলিনা বেগম জানান, স্কুল ছুটি থাকায় সকালে বন্ধুদের সঙ্গে খেলতে যায় সুলতান। খেলার একপর্যায়ে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ করে বজ্রপাত হলে সুলতান মাঠেই গুরুতর আহত হয়ে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জুবাইদা আফসানা তাকে মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।