Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে জমি বি/রোধে ভাগ্নের হাতে মামা নি/হত

ঝিনাইদহ প্রতিনিধি
জুলাই ৪, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগ্নের হাতে মামা নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে শৈলকুপা উপজেলার খুলুমবাড়ি বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম আকুব্বার খাঁ (৫৫)। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কেওয়াক গ্রামের বাসিন্দা। অভিযুক্ত ভাগ্নে ইউনুস আলী সাহেববাড়িয়া গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ইউনুস আলী তার মামা আকুব্বার খাঁকে ফোন করে খুলুমবাড়ি বাজারে ডেকে আনেন। বাজার সংলগ্ন গড়াই নদী নৌকায় পার হয়ে আকুব্বার খাঁ ভাগ্নের বাড়ির দিকে যাচ্ছিলেন। নৌকা থেকে নামার পর ভাগ্নের সঙ্গে মামার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মামা ফিরে যেতে চাইলে ভাগ্নে গলায় গামছা পেঁচিয়ে টান দেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান আকুব্বার খাঁ।

 

স্থানীয় এক ব্যক্তি নজরুল ইসলাম বলেন, “শুনেছি ভাগ্নে তার মামার গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।”

 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুম খান বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে মামা-ভাগ্নের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ভাগ্নে গলায় গামছা পেঁচিয়ে টান দিলে মামা আকুব্বার খাঁ ঘটনাস্থলে মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার তদন্ত চলছে।”

 

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত ইউনুস আলী পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।