ওসমান হারুনী-বিশেষ প্রতিনিধি,জামালপুর
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আগামী নির্বাচনে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। নির্বাচনটি স্মরণকালের সবচেয়ে ভালো করতে সরকার বদ্ধ পরিকর।
শুক্রবার (৪জুলাই) বিকেল ৩ টার দিকে জেলার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকায় অনুসন্ধান গ্যাস কূপ খনন কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলপকালে তিনি এ কথা বলেন তিনি।
ফাওজুল কবির খান আরও বলেন, আগামী নির্বাচনে প্রত্যেক প্রার্থীর এজেন্টরা ভোটকেন্দ্রে থাকতে পারবেন। উন্মুক্ত ও সুষ্ঠুভাবে ভোট গণনার সুযোগ থাকবে। এ সময় নির্বাচনে জয়ীদের সরকার স্বাগত জানাবে বলেও জানান তিনি।
এ সময় তার সাথে বিদ্যুৎ ও জ্বালানী সচিব মো. সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান, বাপেক্সের এমডি প্রকৌশলী মো. ফজলুল হক ও জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম স্হানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।