হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার ৯ নম্বর উলাশী ইউনিয়নের রামপুর ইয়াংস্টার ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর প্রতি শ্রদ্ধা জানাতেই এ আয়োজন। শুক্রবার (৪ জুলাই) বিকেল ৪টায় রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় শেখারিপোতা ফুটবল একাদশকে ৫-০ গোলে পরাজিত করে নাভারণ ফুটবল একাদশ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
প্রথম ম্যাচেই নাভারণ দলের হয়ে একক নৈপুণ্যে পাঁচটি গোল করেন জার্সি নম্বর ১০-এর খেলোয়াড় শিপন হোসেন। তাঁর চোখধাঁধানো পারফরম্যান্স মাঠজুড়ে উপস্থিত হাজারো দর্শকের করতালি কুড়ায় এবং তিনিই ম্যাচসেরা নির্বাচিত হন। উদ্বোধনী ম্যাচ হলেও ম্যাচটির গুরুত্ব ছিল প্রতিযোগিতার মূল কেন্দ্রবিন্দু, কারণ এটিই ছিল পুরো টুর্নামেন্টের প্রেক্ষাপট রচনা করা এক জমকালো মুহূর্ত।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ তুলে দেওয়া হয়, আর রানার্স-আপ দল শেখারিপোতাকে পুরস্কার দেওয়া হয় একটি খাসি ছাগল। তৃণমূল পর্যায়ে এমন আকর্ষণীয় পুরস্কার আয়োজন স্থানীয় ক্রীড়ামোদী ও তরুণদের উৎসাহিত করেছে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ৯ নম্বর উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ। আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলী, ইউনিয়ন বিএনপির সহসভাপতি শামছুর রহমান বিষে, সাংগঠনিক সম্পাদক কদর আলী মেম্বার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জামাত আলী মেম্বার, প্রচার সম্পাদক হযরত আলী, দপ্তর সম্পাদক আব্দুল ওহাব, বিএনপি নেতা মিন্টু, যুবদল নেতা লালটু সহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পুরো ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন ইয়াসিন আলী, ইয়ানুর রহমান এবং রায়হান হোসেন। তাদের সুশৃঙ্খল ও নিরপেক্ষ পরিচালনায় ম্যাচটি উত্তেজনা ও আনন্দের মিশেলে প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকেরা জানান, শুধু একটি খেলার আয়োজন নয়, এই টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রয়াত আরাফাত রহমান কোকোর ক্রীড়ানুরাগী জীবনের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তরুণদের দলীয় চেতনায় ঐক্যবদ্ধ রাখাই ছিল মুখ্য উদ্দেশ্য। মাঠজুড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি প্রমাণ করে, রাজনীতি শুধু বক্তৃতা কিংবা মিছিল নয়—খেলাধুলার ময়দানেও সংগঠনের শেকড় কতটা গভীরে বিস্তৃত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.