Nabadhara
ঢাকাশুক্রবার , ৪ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় টিএমএসএস ফিটনেস সেন্টার ও জিমের যাত্রা শুরু 

বগুড়া প্রতিনিধি 
জুলাই ৪, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া প্রতিনিধি 

স্বাস্থ্যই সকল সুখের মুল। সুস্থ থাকা মানে শুধুমাত্র রোগমুক্ত থাকা নয়, বরং শারীরিক, মানসিক ও সামাজিকভাবে ভালো থাকা। সুন্দর আর সুস্থ জীবনের জন্য স্বাস্থ্যসম্মত খাওয়া আর পর্যাপ্ত ব্যায়াম যেমন প্রয়োজন তেমনি দুইয়ের ভারসাম্য বজায় রাখাও অতি গুরুত্বপূর্ণ।

 

শরীরচর্চার মাধ্যমে সুস্থ ও সুঠাম দেহ গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় টিএমএসএস যাত্রা শুরু করেছে অত্যাধুনিক ফিটনেস সেন্টার ও জিম। শুক্রবার পাঁচ তারকা মম ইন হোটেল ওয়েভ ওয়াটার পার্ক কমপ্লেক্স সংলগ্ন এলাকায় নির্মিত কেন্দ্রটি শুধু শরীরচর্চার স্থান নয়; বরং এটি হবে সুস্থতা ও সচেতনতার এক অনন্য ঠিকানা।

 

টিএমএসএস ফিটনেস সেন্টার ও জিম এর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। এসময় উপস্থিত ছিলেন পুন্ড্র বিশ্ববিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র। গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম।

 

টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেন, বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি.এম আলী হায়দার, টিএমএসএস পরিচালনা পর্ষদের চেয়ারম্যান গুলনাহার পারভিন, উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক রোটা. ডা. মোঃ মতিউর রহমান, টিএমসি ও আরসিএইচ এর পরিচালক বিগ্রেঃ জেনারেল (অবঃ) ডা. মোঃ জামিলুর রহমান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সংস্থার সাধারণ পরিষদের সদস্য, উপদেষ্টা ও কর্মকর্তাবৃন্দ।

 

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, শারীরিক পরিশ্রমের সুযোগ কমে যাওয়ায় নীরবে শরীরে বাসা বাঁধছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, হৃদরোগসহ নানান জটিল রোগ। দৈনিক কিছুটা সময় শরীরচর্চা করলে এসব রোগ সহজেই প্রতিরোধ করা সম্ভব। শরীরচর্চা শুধু রোগ প্রতিরোধই করে না, এটি মানসিক চাপ কমাতে এবং কর্মক্ষমতা বাড়াতেও সহায়ক।

 

জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেন তাঁর বক্তব্যে বলেন, একটি সুস্থ জাতি গঠনের জন্য খেলাধুলা ও শরীরচর্চার বিকল্প নেই। দুঃখজনকভাবে আজকের প্রজন্মের শারীরিক পরিশ্রমের সুযোগ সীমিত হয়ে গেছে। টিএমএসএস-এর এই ফিটনেস সেন্টার কেবল একটি জিম নয়, এটি হবে সুস্থতা চর্চার অন্যতম ঠিকানা।

 

অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম বলেন, শরীরচর্চা মানসিক ও শারীরিক সুস্থতার অন্যতম উপাদান। শরীরচর্চা সুস্থ জীবনের প্রধান হাতিয়ার। আমাদের এই ফিটনেস সেন্টার ও জিম সাধারণ মানুষের জন্য এক বড় সুযোগ, যেখানে সাশ্রয়ী খরচে আন্তর্জাতিক মানের সেবা পাওয়া যাবে। এ উদ্যোগ বগুড়াবাসীর স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টি.এম আলী হায়দার জানান, হোটেল গ্রাহকদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষও এখন থেকে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ফিটনেস সুবিধা উপভোগ করতে পারবেন। শরীরচর্চাকে বিকল্প চিকিৎসা হিসেবে বিবেচনা করে এই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে, যা সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে। এতে আধুনিক সরঞ্জাম, প্রশিক্ষিত ইন্সট্রাক্টর এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

 

ঠেঙ্গামারা এলাকার আসিফ বলেন, আমরা এতদিন ধরে আধুনিক ফিটনেস সেন্টারের স্বপ্ন দেখেছি। টিএমএসএস সেই স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। এখানে নিয়মিত শরীরচর্চা করে আমরা সুস্থ থাকতে পারব।

 

টিএমএসএস দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়নসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এমন উন্নতমানের ফিটনেস সেন্টার ও জিম মানুষের মধ্যে শারীরিক ও মানসিক সুস্থতার জাগরণ ঘটাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।